রাঙ্গুনিয়ার ইছামতীতে কম্বল বিতরণ
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী ৯নম্বর ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে তালুকদারপাড়া জামে মসজিদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কম্বল বিতরণ করেন। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরিয়মনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, পৌরসভার কাউন্সিলর নূরজাহান বেগম, যুবলীগ নেতা পারভেজ হোসেন, মোরশেদ তালুকদার, আওয়ামীলীগ নেতা আজিমুল কদর, মোকাররম হোসেন, নুরুল আজিম তালুকদার, ফজল কাদের, আবুল হাশেম তালুকদার, হেলাল তালুকদার, মো. আলম, ইলিয়াছ তালুকদার, আজম তালুকদার, বাবলা তালুকদার প্রমুখ।
রাঙ্গুনিয়া কলেজে ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া কলেজে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মিছিলটি কলেজ সড়ক, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মুহাম্মাদ সোহেল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরমান সিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সদস্য মোরশেদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, যুবলীগ নেতা মুহাম্মদ আবু জাফর, মো আজম তালুকদার, মো জাহেদ হোসেন, মো সুমন, মো ইকবাল, মো দিদার, মো, সালাউদ্দীন, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নঈনউদ্দীন বাবলা, মো. ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক, মো. তানভীর, মো. ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মো. মিনহাজ, মো. ইশতিয়াক, মো. সাব্বির, জয় বাবু, ছাত্রসংসদের ভিপি শহিদুল ইসলাম চৌধুরী সোহেল, প্রো ভিপি আরিফ উদ্দীন বাপ্পা, জিএস মহিন উদ্দীন, এজিএস মো. রহমত, ছাত্রলীগ নেতা একান্ত, মঈনুল হক নয়ন, আতিকুল ইসলাম, তানজিল সাকিব, নোমান চৌধুরী, ইয়াসিন আরফাত, নাজমা আক্তার প্রমুখ। এসময় কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানানো হয়।