রাঙ্গুনিয়ার আলমশাহ পাড়া মাদ্রাসায় ক্রীড়ার পুরষ্কার বিতরণ
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার আলমশাহপাড়া কামিল (এম.এ) মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্প্রতি মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ। মাওলানা আব্দুল শুক্কুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপজেলা আওয়ামীলীগ সদস্য আব্দুর রহিম, পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন, মারকাজ আল ইমাদীর সহকারী পরিচালক লোকমান আলী, মাওলানা সামশুল আলম প্রমুখ।
রাঙ্গুনিয়া কলেজ শিক্ষক পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া কলেজ শিক্ষক ও কর্মচারি পরিষদের উদ্যোগে শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা সভা গত বুধবার(৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। কলেজের পালি বিভাগের বিভাগীয় প্রধান ড. সৌমিত্র বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ একেএম সুজাউদ্দিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, শরীর চর্চার শিক্ষক মোতাহের হোসেন। শিক্ষক পরিষদের সহ সাধারণ সম্পাদক অধ্যাপক সাবিত্রী দাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এন কে এম শাহারিয়ার, অধ্যাপক মোস্তফা শামীম আল জোবায়ের, অধ্যাপক মো. মোক্তার হোসেন, অধ্যাপক আবু মো. নুরুল মোমেন চৌধুরী, অধ্যাপক সেলিম রেজা, অধ্যাপক মর্তুজা মোর্শেদুল আনোয়ার, অধ্যাপক শিরিন আকতার, অধ্যাপক হোমায়রা রওশন, অধ্যাপক সালাউদ্দিন, কর্মচারি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু মুছা প্রমুখ। উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ আবু ইউসুফ ,শ্রেষ্ঠ কলেজ শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হন শরীর চর্চার শিক্ষক মোতাহের হোসেন। তিনজনকে কলেজ শিক্ষক ও কর্মচারি পরিষদের উদ্যোগে সংবর্ধিত করা হয়।