গফরগাঁওয়ে ২দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে ২দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। উপজেলা শিল্পকলা একাডেমীতে ইউএনও ডা. শামীম রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিক ও গফরগাঁও ইসলামিয়া সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম শিকদার প্রমূখ। মেলায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজ মিলে ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার প্রথম দিনে উক্ত প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত ষ্টলে তাদের প্রকল্প উপস্থাপন করে।