রাঙ্গুনিয়ার আবুল বশর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এবং তিনচৌদিয়া ও ডিঙ্গঁললোঙ্গাঁ শিশু নিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ, নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে শনিবার (২৭ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহাব উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা আমান বাংলাদেশ লিমেটেড এর বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর আরশাদ হাসান চৌধুরী। শিক্ষক সনজিত তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কান্তি নাথ, তিনচৌদিয়া ও ডিঙ্গঁললোঙ্গাঁ শিশু নিকেতনের প্রধনি শিক্ষক মুহাম্মদ ইব্রাহীম তালুকদার, বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি হাবিবুলাহ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ ইসমাইল, ইউপি সদস্য জানে আলম তালুকদার, মো. নাসির উদ্দিন তালুকদার, কুতুব উদ্দিন আবছার, নুরুল আবছার তালুকদার, মুন্সি মিয়া, জামাল শাহ প্রমুখ।