কিশোরগঞ্জে ওরশ শরীফে মাদক সেবন ও বিক্রয় বন্ধের দাবীতে মানবন্ধন ও স্মারকলিপি
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে স্বল্প মারিয়া বাদলের বাড়ীতে ওরশের নামে মাদক সেবন, বিক্রয় ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানববন্ধন ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। গতকাল বিকাল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ বিসিক শিল্প নগরীর সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ শেষে মানবন্ধনে অংশ নেয় এলাকাবাসী। এতে সভাপতিত্ব করেন মাওলানা আতাহার আলী ও পরিচালনা আহসান ইমরান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সংবাদ পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওরশ শরীফ বন্ধ করার প্রতিশ্র“তি দিলে সমাবেশ সমাপ্ত করেন এলাকাবাসী। উল্লেখ্য যে, আগামী ১৩ মার্চ ওরশ শরীফ পালনের কর্মসূচী গ্রহণ করেছে মাজার কর্তৃপ।