গফরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃময়মনসিংহের গফরগাঁও প্রেসকাবের সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সাংবাংিক হুমায়ূন কবীর টিটোর উপর হামলাকারী হাসপাতালের দালাল আল আমিনকে গ্রেফতার ও শাস্তির দাবীতে উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে । গফরগাঁও প্রেসকাবের উদ্যোগে শহরের কলেজ রোড এলাকায় প্রেসকাবের সামনে গতকাল শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কমিটির নেতৃবৃন্দ সংহতি জানিয়ে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করে। মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে.এম এহাছান, প্রেসকাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, রফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন, সাবেক সাধারন নাজমুল হক বিপ্লব, শেখ আব্দুল আওয়াল, সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার, রোবেল মাহমুদ, মোফাজ্জল আনসারী, রুকুন উদ্দিন সবুর, সৈয়দ আসাদুজ্জামান সোহেল,মানছুর আহম্মেদ, নজরুল ইসলাম, রুবায়েত ইবনে হাকিম বাপ্পী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক রফিকুল বাসার, উদীচী শিল্পী গোষ্ঠী উপজেলা শাখার সাধারন সম্পাদক গোলাম মাহমুদ ফারুকী, গফরগাঁও থিয়েটারের সহসভাপতি আল হেলাল আজম ও মানবাধিকার কর্মী ঢালী জোবায়ের প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ