কুলিয়ারচরে বীরকাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ নাঈমুজ্জামান নাঈম,প্রতিনিধি,কুলিয়ারচর(কিশোরগঞ্জ): কুলিয়ারচর উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বীর কাশিম নগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৮১ তম বার্ষিব ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ৮ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিমের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিশিষ্ঠ ব্যবসায়ী দানবীর সৈয়দ সাইদুজ্জামান শরীফ।
জাতীয় সংগীত পরিবেশন ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ,সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মুহাম্মদ মাহবুবুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উত্তরাধিকারী মোঃ ফজলুল করিম, আমেরিকান প্রবাসী মোঃ কামাল উদ্দিন, মাসুম আলী সি এ,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ দেলোয়ার হোসেন,এলজিইডি ঢাকা,মোঃ মস্তুফা কামাল,তরুণ সমাজ সেবক মোঃ সোলায়মান খান,অভিভাবক সদস্য প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল খালেক,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হাসিনা বেগম,সমাজ সেবক মোঃ আরমান প্রমুখ ।
বিকেলে প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী,অভিভাবক,বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য,শিক্ষক মন্ডলী,সাংবাদিক ও এলাকার বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রীড়া পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মুহাম্মদ মোশাররফ হোসেন,সোহরাব উদ্দিন আঙ্গুর ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, কাজী আমান উল্লাহ ও শফিকুল ইসলাম বাচ্চু।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ