নজিপুর পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মেয়রের উদ্যোগ
দিলিপ চৌহান, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় উপজেলা সদর নজিপুর পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু বৃহষ্পতিবার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন।
এসময় সাংবাদিক দিলিপ চৌহান, বাসস্ট্যান্ড বনিক কমিটির ব্যবসায়িকবৃন্দ, পৌর সভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পতœীতলায় বিভিন্ন মামলার পলাতক আসামী মোজাহার আটক
দিলিপ চৌহান, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় বিভিন্ন মামলার পলাতক আসামী মোজাহার আলীকে বুধবার উপজেলা সদর নজিপুর বাজার সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, মাদক পাচারের খবর পেয়ে পতœীতলা থানা পুলিশ উপজেলার শিহাড়া ইউপির একটি শরিষা ক্ষেতে গত ডিসেম্বর মাসে অভিযান চালিয়ে ৬শ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এদের মধ্যে অন্যতম আসামী হলো মোজাহার আলী। সে দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল। বুধবার উপজেলা সদর নজিপুর বাজার সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে মোজাহারকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ফেন্সিডিল মামলায় পলাতক সহ আদালতে পাঁচটি মাদকের মামলা চলমান রয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।