ঘোড়াঘাটে মডেল মসজিদ কমপ্লেক্স অন্যত্র স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে শহিদুল ইসলাম আকাশ ঃ ঘোড়াঘাটে টিএন্ডটি বায়তুল হুদা মসজিদটিকে সরকারিভাবে মডেল মসজিদ কমপ্লেক্স হিসাবে নির্মাণের পূর্ব সিদ্ধান্তকে উপেক্ষা করে অন্যত্র নির্মাণের হটকারি সিদ্ধান্তের প্রতিবাদে সর্বস্তরের জনতার মানববন্ধন পালিত হয়েছে। ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে হাকিমপুর-ঘোড়াঘাট সড়কে সোমবার বেলা ১০.৩০ মিনিট থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। টিএন্ডটি বায়তুল হুদা জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক নুরুন্নবী সরকারের আহ্বানে কয়েক হাজার জনতা এ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, টিএন্ডটি মসজিদের সাধারন সম্পাদক নুরুন্নবী সরকার, সহঃ সাধারন সম্পাদক আব্দুল আজিজ, ঘোড়াঘাট আওয়ামী যুবলীগ নেতা লাবু মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন তিন সদস্যের একটি টিম।

দিনাজপুরের ঘোড়াঘাটে মার্চ মাসে জাতীয় ও আন্তর্জাতিক দিবস সহ বিভিন্ন দিবসের প্রস্তুতিমূলক সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে শহিদুল ইসলাম আকাশ ঃ

গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হলে উপজেলা প্রশাসন আয়োজিত মার্চ মাসে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার টি,এম,এ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন, ৮ মার্চ বিশ্ব নারী দিবস উদযাপন, ১০ মার্চ জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস, ২১ মার্চ বন দিবস উদযাপন, ২২ মার্চ বিশ্ব পানি দিবস, ২৪ মার্চ যক্ষা দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুর ছাত্তার মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রসিনা সরেন, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক রিপন কুমার সরকার, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি ও দিনাজপুর জেলা কৃষকলীগের সদস্য শহিদুল ইসলাম আকাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়ম ও প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ