সাংবাদিক মিঠু শিকদারের মৃত্যুতে মহেশপুর প্রেসকাবের গভীর শোক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ সোমবার ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাংবাদিক মিঠু শিকদারের অকাল মৃত্যুতে মহেশপুর প্রেসকাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলেন, সাংবাদিক মিঠু শিকদারের অকাল মৃত্যুত আমরা গভীরভাবে শোকাহত। আমরা একজন নির্ভীক সাংবাদিককে হারালাম। আল্লাহ তায়ালা তার শোকাহত পরিবারকে ধৈর্য ধারন করার ক্ষমতা দান করুন। বিবৃতি দাতারা হলেন-আব্দুর রহমান(সভাপতি), আব্দুস সেলিম (সাধারন সম্পাদক), রুহুল আমিন (দৈনিক যুগান্তর)জাহিদুল ইসলাম(দৈনিক যশোর), দাউদ হোসেন(দৈনিক মাথাভাঙ্গা), শামিম আশরাফ(দৈনিক বর্জ্রশক্তি), আনোয়ারুল মোমেন ব্যালট দৈনিক আলোকিত বাংলাদেশ), আব্দুল হালিম চঞ্চল(দৈনিক মাতৃছায়া), আতিয়ার রহমান( দৈনিক সত্যপাঠ) প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ