কয়রায় ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৮’র উদ্বোধন
কয়রা প্রতিনিধি: মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শিমুল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা)আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক।এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ,কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম,কয়রা মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবু বিকাশ চন্দ্র মন্ডল,গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জিএম আওলাদ হোসেন, শিক্ষক, সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান বাবু সুজিত কুমার রায় সহ উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক,ছাত্রছাত্রীবৃন্দ। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়া স্টল পরিদর্শন করেন।