সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধ- চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই নিহত-গ্রেফতার-১

এ.কেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচাতো ভাইয়ের হাতে জ্যাঠাতো ভাই মুনসুর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা ও ঘটনাস্থল সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের মৃত বাছরত আলীর ছেলে মুনসুর আলী ও তারই চাচা ভাই আকবার আলীর মধ্যে দীর্ঘদিন থেকে এক একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সোমবার সকাল ১০ টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আকবার আলী ও তার পুত্র মোজাহার আলী পিটিয়ে হত্যা করে মুনসুর আলীকে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, থানার ওসি আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ মোজাহার আলীকে গ্রেফতার করেন। থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ