শালিখায় ৩দিন ব্যাপি বিজ্ঞান মেলা সম্পন্ন
শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ মাগুরার শালিখায় ৩দিন ব্যাপি ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদু ঘরের তথ্যাবধানে বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা মুক্ত মঞ্চে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ দৌলাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) শেখ সামসুল আরেফীন। এছাড়াও উপজেলায় কর্মরত প্রায় সকল কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপ্লব রায়।
মোঃ শহিদুজ্জামান চাঁদ