রাণীনগরে বিএনপি’র আরো এক নেতা আটক
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে থানাপুলিশের অভিযানে রেজাউল ইসলাম (৪৮) নামের বিএনপি’র আরো এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার রাতে উপজেলার কুবড়াতলি বাজার থেকে তাকে আটক করা হয় । এর আগে গত মঙ্গলবার রাতে থানাপুলিশ জামায়াতের দুই এবং বিএনপি’র এক নেতাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেণ ।
রাণীনগর থনার ওসি এএসএম সিদ্দিকুর রহামন জানান,খালেদা জিয়ার রায়কে ঘিরে লাকায় নাশকতা ও অস্থীতিশীল পরিস্থীতি সৃষ্টি করতে পারে এমন সন্দেহে রেজাউলকে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে মামলা রুজু করে গত কাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আটক রেজাউল উপজেলার চকমুনু গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে । সে রাণীনগর থানা বিএনপি’র গ্রাম ও সমবায় বিষয়ক সম্পাদক। #