ফুলবাড়ীতে চাউল মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ১০লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের চাউল মিলে গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে এক ভয়াবহ অগ্নিকান্ডে দশ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। তবে দমকল বাহিনীর বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিখ টাকা হতে পারে।
জানা যায়, পৌর শহরের রেলগেট এলাকার ব্যবসায়ী মোকলেছার রহমানের চাউল মিলে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে মিলের সঙ্গে থাকা চাউলের গুদামেও সেটি ছড়িয়ে পরে। ফুলবাড়ী স্টেশনের দমকল বাহিনীর সদস্যরা দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিল মালিক মোকলেছার রহমান বলেন, মিলের উৎপাদন কাজ শেষ করে মিল ও গুদাম ঘরে তালাবদ্ধ করে বাড়ি চলে আসেন। রাত সাড়ে ৯টায় মিলের পাহারাদার ও প্রতিবেশিরা মোবাইল ফোনে তাকে অগ্নিকান্ডের খবর জানান। স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ৬০০বস্তা চালসহ অন্যান্য মালামাল ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দশ লাখ টাকা।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আলী মিয়া বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। এতে পাঁচ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। #