“প্রিপারেশন অব ডেভলপমেন্ট প্ল্যান ফর ফোরটিন উপজেলাস” প্রকল্পের রাঙ্গুনিয়ার খসড়া পরিকল্পনার উপর গণশুনানী
রাঙ্গুনিয়া প্রতিনিধি : নগর উন্নয়ন অধিদপ্তরের (ইউডিডির) দায়িত্বে পরিচালিত “প্রিপারেশন অব ডেভলপমেন্ট প্ল্যান ফর ফোরটিন উপজেলাস” প্রকল্পের আওতাধীন পরামর্শক প্রতিষ্ঠান হাউজ অফ কনসালটেন্ট লিঃ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টত্বওয়াচ এর যৌথ উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার খসড়া পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। স্থানীয় জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত সংগ্রহের লক্ষে গত ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৩ মার্চ পর্যন্ত সর্বসাধারণের অবগতি ও মতামত প্রদানের জন্য উক্ত পরিকল্পনা প্রদর্শন করা হবে। নগর উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ও দপ্তরের ওয়েব সাইট (www.udd.gov.bd) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও রাঙ্গুনিয়া পৌরসভায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলার সর্বস্তরের জনগণ এতে উপস্থিত হয়ে সুচিন্তিত মতামত লিখিতভাবে উপস্থাপনের অনুরোধ জানিয়েছেন প্রকল্প পরিচালক শাহীন আহমেদ।