পর্যটন উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়বে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পর্যটন উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়বে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই সম্মেলন ভূমিকা রাখবে। একইসঙ্গে এই খাতে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান হস্তান্তর, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শক্তিশালী প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।’ মঙ্গলবার অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) ভুক্ত দেশগুলোর পর্যটন বিষয়ক মন্ত্রীদের দশম সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই কথা বলেন। হোটেল সোনারগাঁওয়ে এই সম্মেলন হচ্ছে। কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এর ফলে বিদেশি পর্যটকরা সরাসরি কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সংযোগ তৈরি হবে।’ উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ তার দায়িত্ব পালনকালে ওআইসি দেশগুলোর মধ্যে সংযোগ তৈরিতে দৃষ্টান্তমূলক কিছু অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করে এই সম্মেলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি।’ মিনিস্টার্স সম্মেলনের নবম সভাপতিকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সব সদস্য দেশ বৃহত্তর সহযোগিতার মাধ্যমে আত্মউন্নয়নের দিকনির্দেশনা পাবে।’

২০১৫ সালের ২১ থেকে ২৩ নভেম্বর নাইজারের রাজধানী নিয়ামিতে অনুষ্ঠিত হয় ওআইসি’র সদস্য দেশগুলোর পর্যটনমন্ত্রীদের নবম সম্মেলন। সেই সময় সর্বসম্মতভাবে দশম সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। আগামীকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) এই সম্মেলন শেষ হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ