দুর্গাপুরে কম্বল বিতরণ
দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা : নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ৬টি গ্রামের শীতার্থ ও দুঃস্থ্য মানুষের মাঝে প্রথমআলো ট্রাস্ট এর উদ্যেগে কম্বল বিতরন করা হয়েছে। এ উপল্েয কলমাকান্দায় পাচপাড়া ও সিদলী, দুর্গাপুরের মজিবনগর, কাপাসাটিয়া ও গাভীনা গ্রামের ১০০জন শীতার্থ ও দুঃস্থ্য মানুষের মাঝে সোমবার দুপুরে বাগিচাপাড়া কালিমন্দির মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
কাপাসাটিয়া গ্রামের ভিক্ষুক ফাতেম খাতুন বলেন, সরকারের অনেক সহায়তা আসে, আমরা এর থেকে বঞ্চিত হই। কোন পত্রিকা অফিসও কম্বল দেয় ‘‘এইডা পরথম দেখলাম-আল্লাহ্ হেরার ভালা করুক’’। এ উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রেসকাব সাবেক সভাপতি মোঃ মোহন মিয়া, এনজিও কর্মকর্তা আব্দুর রব পাটোয়ারী, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, তোবারক হোসেন খোকন, প্রথম আলো দুর্গাপুর প্রতিনিধি জুয়েল রানা প্রমুখ।