কিশোরগঞ্জে  ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ডেস্ক ইনচার্জ

ভিডিপি সদস্যদের ২১ দিন ব্যপী অস্ত্র সহ মৌলিক প্রশিক্ষণের (৩য় ধাপ) সমাপনী গত ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার কাতিয়ারচর আনসারও ভিডিপি  প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় । সমাপনী অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য  রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাটি ও মানুষের বাহিনী। এ বাহিনী শুধু আইন শৃঙ্খলাই রক্ষা করেনা,  পাশা পাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও কাজ করে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রশিক্ষণ নিয়ে ভিডিপি সদস্যদের কে স্মার্ট হতে হবে। দেশের উন্নয়নে ব্যপক ভূমিকা রাখতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত ভিডিপি সদস্যরা দেশ ও জাতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষ করে যে কোনো নির্বাচন, দুর্গাপূজা, দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, মাদক নিয়ন্ত্রন, নারী ও শিশু পাচার রোধে কাজ করে যাচ্ছে ।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ জুয়েল মিয়ার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণ কোর্সের কোর্সও আইসি জেলা কমান্ড্যান্ট, শুভ্র চৌধুরী।  অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে কোর্স উপ-অধিনায়ক, সার্কেল অ্যাড জুটান্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া, প্রশিক্ষণ কর্মকর্তা ও কোয়াটার মাষ্টার করিমগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বখতিয়ার হোসেন, প্রশিক্ষক মোবারক হোসেন উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র ও ভাতা বিতরণ করেন। কিশোরগঞ্জ জেলার ২০০ জন এবং গাজীপুর জেলার ৬০ জন ভিডিপি সদস্য উক্ত প্রশিক্ষণ গ্রহণ করে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ