গফরগাঁওয়ে বার্ষিক সীরাতুন্নাবী সম্মেলন অনুষ্ঠিত
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁও উলামা সমিতি ও ইত্তেফাকুল উলামা কমিটির যৌথ উদ্যোগে বার্ষিক সীরাতুন্নাবী সম্মেলন গত বুধবার বিকাল ৩টায় থেকে মধ্যরাত পর্যন্ত পৌরশহরের জামতলা মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানীর পরিচালনায় সম্মেলনে ওয়াজ করবেন আল্লামা মাওলানা জুনায়েদ আল-হাবিব, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, ।াল্লামা খন্দকার আবুল ফজল, আল্লামা মুফতি শওকত কাসেমী, আল্লামা মুফতি আনোয়ার মাহমুদসহ স্থানীয় আলেমগণ।