হেযবুত তওহীদের কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মহেশপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ বুধবার সকালে মহেশপুর প্রেসকাবে নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের কমীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং আসামীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়। মহেশপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ শাহরিয়ার সবুজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ শামীম আশরাফ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৬ সালের ১৪ই মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে মসজিদ নির্মানকে গির্জা নির্মানের অপপ্রচার চালিয়ে হেযবুত তওহীদের ২ সদস্য সোলাইমান খোকন ও ইব্রাহিম রুবেলকে নৃশংসভাবে হত্যা করে ও পেট্রোল দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেয় এবং স্থানীয় নেতা-কর্মীদের বাড়ীঘর লুটপাট ও জ্বালিয়ে দেওয়া হয়, শতাধিক নেত-কর্মী গুরুতরভাবে আহত হয়। ঐ সকল আসামীরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হেযবুত তওহীদের নেতা-কর্মীদের হত্যার হুমকি দিচ্ছে। শামীম আশাফ আরো বলেন, হেযবুত তওহীদ কোন জঙ্গি সংগঠন নয় আমরা জঙ্গিবাদ বিরোধী। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ গোষ্ঠিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের সাধারন সম্পাদক হারন-অর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ বিল্লাল হোসেন, আতিয়ার রহমান কাজী, মাহমুদুল হাসান মিলন প্রমুখ।