নাটোরের দিঘাপতিয়ায় জঙ্গি সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ
নাটোর প্রতিনিধি : নাটোরের দিঘাপতিয়ার একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে ৫টি ককটেল, ল্যাপটপ, তিনটি ছোড়া,জেহাদী বই উদ্ধার করা হয়। আটককৃতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ মঙ্গলবার ভোরে দিঘাপতিয়া উত্তরা গনভবনের পেছনের একটি বাড়ি থেকে তাদের আটক ও মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, দিঘাপতিয়া উত্তরা গণভবনের পেছনের এলাকায় দুইটি বাড়িতে সন্দেহজনক কিছু অপরিচিত লোকের আনাগোনা লক্ষ্য করা গেছে। এর ভিত্তিতে সোমবার মধ্য রাত থেকেই বিপুল সংখ্যক পুলিশ বাড়ি দুইটি ঘিরে রাখে। রাতের অন্ধকারে বাড়িতে অভিযান না চালিয়ে দিনের আলো ফুটে ওঠার অপেক্ষায় থাকে পুলিশ। পুলিশের আহবানের প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে জনৈক মোহম্মদ ইকবালের বাড়ি থেকে চারজন আত্ম সমর্পন করে। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৫টি ককটেল, ল্যাপটপ, তিনটি ছোড়া,বেশ কিছু জেহাদী বই উদ্ধার করা হয়। অপর বাড়িটিতে কেউ ছিল না। আটককৃতদের পরিচয় বা কি উদ্দেশ্যে তারা ওই বাড়িতে অবস্থান করছিল সে বিষয়ে কোন তথ্য এখনও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর সব কিছু জানা যাবে।