বাজিতপুরে শ্বশুর বাড়িতে গৃহ বধুর হত্যা না, আত্মহত্যা?
বাজিতপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামে এক সন্তানের জননি রেখা আক্তার (২৫)রহস্য জনক মৃত্যু হয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে। এই ঘটনাটি ঘটে গত কাল রবিবার ভোররাতেশ্বশুর বাড়িতে। পরে রেখাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গত কাল দুপুর ২ টায় লাশ ময়না তদন্তের কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছেন। জানা যায়, বিয়ের পর হতে গৃহবধুর শ্বশুর বাড়ির দেবর আরজাহান সহ কয়েক জন তাকে প্রায় সময়ই শারিরিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিল। কারণ গৃহবধু রেখার স্বামী শাহনবী হোসেন গত ৩বছর ধরে কাতারে আছেন। এই ব্যাপারে গৃহবধুর পিতা মিষ্টু মিয়া গত কাল রবিবার দুপুরে জানান, দেবর আরজাহান, শ্বশুর কামাল উদ্দিন গংরা তার মেয়েকে(রেখাকে) হত্যা করেনিজ ঘরে উড়না পেছিয়ে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন। কৈলাগ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া স্বাধীন জানান, গৃহবধুকে হত্যা না আতœহত্যা এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাজিতপুর থানার ইনচার্জ সাইফুর রহমান মজুমদার জানান, গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
বাজিতপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের র্যালী ও আলোচনা সভা
বাজিতপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে গত কাল সকাল ১১টায় ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল র্যালী বের করেন। র্যালী শেষে উপজেলা হল মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারোয়ার আলমকে প্রধান অতিথি করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ছারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, শিক্ষক মজিবুর রহমান ও শিক্ষক শাহিন মিয়া প্রমুখ।