প্রয়াত সাংসদ গোলাম মোস্তফার নামে সড়ক
একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ আগামী ১৩ই মার্চ আসন্ন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জাতীয সংসদের উপ-নির্বাচনে লাঙ্গল প্রতীকে সাধারণ জনগণের ভোটাধিকার নিয়ে এমপি নির্বাচিত হলে- সড়ক দূর্ঘটনায় নিহত প্রয়াত সাংসদ গোলাম মোস্তফা আহম্মেদ’র নামে জনগুরুত্বপূর্ণ একটি সড়ক করবেন বলে জানান, জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী র্যারিস্টার শামীম হায়দায় পাটোয়ারী। গত শুক্রবার বিকেলে উপজেলার চন্ডিপুর ফজলুল হক স্কুল এন্ড কলেজ মাঠে (ফুটবল খেলার মাঠ) ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে লাঙ্গল প্রতীক প্রার্থীর নির্বাচনী জনসভায় উপরোক্ত কথাগুলো তিনি বলেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন জাপার সাবেক ইউনিয়ন সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেওয়ান আঃ হামিদ মিয়া। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংসদ গোলাম মোস্তফা আহম্মেদ’ রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। জনসভায় তিনি আরোও জানান, আল্লাহ্ যদি আমাকে সাংসদ নির্বাচিত করেন তাহলে মরহুম গোলাম মোস্তফা আহম্মেদ চাচার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করবো ইনশ্আল্লাহ। জাপার চন্ডিপুর ইউনিয়ন সভাপতি শাখাউল ইসলাম শাখার দেয়া স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া জনসভায় আরোও বক্তৃতা দেন জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুন্সী আঃ বারী, রংপুর জেলা কমিটির সদস্য শাফিউল ইসলাম শাফী, শান্তিরাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মজিদ মিয়া, জাপার রামজীবন ইনিয়ন সভাপতি এনামুল হক মন্টু, ধোপাডাঙ্গা ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, শান্তিরাম ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম শাহিন ও বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজা প্রমূখ। উপজেলা জাপার সাধারণ সম্পাদক আঃ মান্নান মন্ডলের পরিচালনায় প্রার্থী আরোও বলেন, শিক্ষা ব্যাবস্থা উন্নয়নে বে-সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা এবং প্রত্যেক লোকের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক তদাররিসহ আরোও বে-সরকারি কিনিক করা হবে। এছাড়াও তরুণ প্রজন্মের জন্য প্রত্যেক ইউনিয়নে লাইব্রেরী ও লাইব্রেরীগুলোতে ওয়াই ফাই সংযোগ দেয়া হবে। পূর্ব থেকে নির্ধারিত থাকায় দুপুর দুইটার পর থেকে দলে দলে জমায়েত হতে শুরু করেন লাঙ্গলভক্ত ভোটাররা। ঠিক সন্ধার পূর্বমুহুর্তে পথসভার স্থান চন্ডিপুর ফুটবল খেলার মাঠ ভরে যায় কানায়-কানায়। পরে নির্বাচনী পথসভা জনসভার রুপ নেয়।