শালিখায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ সময় এখন নারীর উন্নয়নে তারা,বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা এই প্রতিপাদ্যের বিষয়ে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চত্তর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করে। এরপর উপজেলা সদর আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে নারী উন্নয়ন মেলায় আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তহমিনা আক্তার,বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মন্মথ সরকার, সহকারি প্রোগ্রাম অফিসার বুলবুলি খাতুন,জেলা পরিষদের সদস্য নিভা রানী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন ব্রিজ এনজিও পরিচালক মোঃ সাহেব আলী প্রমখ।
শালিখার আড়পাড়া মডেল স্কুল ও প্রধান শিক্ষক
শ্রেষ্ঠ হওয়ায় আনন্দ র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার উপলক্ষে আনন্দ র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আনন্দ র্যালিটি আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আনন্দ র্যালিতে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শ্যামল কুমার দে, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান মিল্টন মুন্সী, উপজেলা রিসোর্স অফিসার স্বপন কুমার ভৌমিক, সহকারি শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, ম্যানেজিং কমিটির সভাপতি মোর্শেদ আলম মুন্সী, সহসভাপতি মামুন মুন্সীসহ সকল সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা। র্যালি শেষে আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য ও সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উল্লেখ্য বিদ্যালয়টি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ও প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় গত ৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার উসমানি স্মৃতি মিলনায়তনে মহামান্য রাষ্ট্র প্রতি মোঃ আব্দুল হামিদ এই শ্রেষ্ঠ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।