গফরগাঁওয়ে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
গফরগাঁও ( ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গড়াবেড় পাঁচপাই দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও সুধীজনদের সাথে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাদ্রাসায় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে.এম এহ্ছান, এডভোকেট।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসারের উপস্থাপনায় বক্তব্য রাখেন মাদ্রাসায় সুপার মাওলানা মোঃ হেলাল উদ্দিন, সহকারী মৌলভী মাওলানা আসাদউল্লাহ এহসান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম মাহমুদ ফারুকী প্রমূখ। সভাশেষে মাদ্রাসায় শিক্ষার্থী ও সততা সংঘের সদস্যদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে.এম এহ্ছান, এডভোকেট।
গফরগাঁওয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, কাজী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনের সাথে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমীতে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সালটিয়া ইউনিয়ন পরিষদ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমান। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস-চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলম আরা বেগম, গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল হালিম মানিক, মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ও রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম প্রমূখ।