গাইবান্ধা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আল আমিন মন্ডল, গাইবান্ধা থেকে ফিরে (বগুড়া প্রতিনিধি)ঃ ৩বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আরোও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সাইফুল আলম সাজা, গোবিন্দগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শহিদ উন নবী ছালাম, গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, বিএনপির নেতা এ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, শহিদুল ইসলাম, মোস্তাক আহমেদ, এস.এম হুনান হক্কানী, আব্দুর রাজ্জাক ভুট্টু, শফিকুর রহমান খোকা, শেখ নজরুল, আব্দুল হাই, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, বগুড়ার গাবতলী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম আক্তারুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মজনু প্রমূখ। প্রধান অতিথি সাবেক এমপি লালু বলেন, দেশনেত্রী’সহ গ্রেফতারর্কৃত সকল নেতাকমীদের কে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। এরপর সাবেক এমপি লালু কারাবন্দী গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, মহিলাদল নেত্রী মৌসুমী আকতার তমা, পৌর যুবদলের সভাপতি উৎপল রাগিব হাসান, শহর যুবদল নেতা শাহীন বিশ্বাস, কাউন্সিলর দিলরুবা পারভীন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুজ্জামান শাহীন ও ঈমান হাসানের বাড়ীতে গিয়ে তাদের স্ব-স্ব পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করে খোজখবর’সহ শান্তনা দেন এবং অর্থিক অনুদান প্রদান করেন। এ সময় সাবেক এমপি লালু কারাবন্দী সকল নেতাকমীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

বেগম খালেদা জিয়ার প্রদত্ত
গাবতলীর নেপালতলী
বিএনপির শীতবস্ত্র
বিতরণ
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার প্রদত্ত শীতবস্ত্র পাঁরকাঁকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতসোমবার গরীব ও দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।
এ উপলক্ষে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন নেপালতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিন্টু, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম আক্তারুজ্জামান লিটন, বিএনপির নেতা সিরাজুল, আরেফিন, হাবিবুর, হান্নান, তোফাজ্জল, ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা, যুবদল নেতা আনোয়ার হোসেন, সুমন, চাঁন, এরশাদ, ঠান্ডু, ছাত্রদল নেতা লিটন প্রমূখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ