শহীদ মিনার – আলাউদ্দিন হোসেন

রক্তে কেনা শহীদ মিনার
বাংলার বড় ধন
জনম জনম শ্রদ্ধা জানাবো
উজাড় করে মন।
জীবন দিয়ে করে গেছে যারা
রক্তের মিনার দান
শ্রদ্ধা ভক্তি জানাবো তাদের
উজাড় করে প্রাণ।
ভাষার জন্য দিয়ে গেছে যারা
অকাতরে প্রাণ
রক্তেমাখা শহীদ মিনার
তাদের দেহের ঘ্রাণ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ