গফরগাঁওয়ে ছাত্রদল নেতা গ্রেফতার
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁও পৌর ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান জানান, গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পৌরশহরে কাঁচারী এলাকায় থেকে তাকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়।
গফরগাঁওয়ে দু’টি কলেজে আইসিটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে গত সোমবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) অধীনে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণসহ রৌহা কারিগরী স্কুল এন্ড কলেজে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস.এম.ইকবাল হোসেন সুমন, ইউএনও ডা. শামীম রহমান, স্ব-স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।