ফুলবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে লুমেলিসা সংগঠনের কম্বল বিতরণ
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় স্বেচ্ছাসেবী সংগঠন লুমেলিসা’র পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জাকস ফাউন্ডেশন জয়পুরহাট-এর সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন লুমেলিসা’র আহবায়ক ডা. মো. মুশফিকুর রহমান লিও’র ব্যবস্থাপনায় স্থানীয় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নওশের ওয়ান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ নাসিম হাবিব। এছাড়াও বক্তব্য রাখেন সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক প্রমূখ।
শেষে আনুষ্ঠানিকভাবে অতিথিদ্বয় পৌর এলাকার সুজাপুর গ্রামের তিন শতাধিক দুস্থ্যের মাঝে কম্বল বিতরণ করেন। #