খানসামা উপজেলায় এসডিএফ কর্তৃক যুব কাউন্সিলিং কর্মশালা অনুষ্ঠিত

শান্ত মহন্ত, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা ও পাকেরহাট নূতন জীবন কমিউনিটির আয়োজনে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রনালয়ের সহযোগীতায় ১২ ফেব্রুয়ারী রোজ সোমবার খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলাধীন এসডিএফ-এর ৭০টি গ্রাম সংগঠনের বেকার যুব সদস্যদের কর্মসংস্থানের লক্ষ্যে নূতন জীবন কমিউনিটি সোসাইটি, খানসামা ও পাকেরহাট কাস্টার কর্তৃক যুব কাউন্সিলিং কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসোর্স পার্সোন নীলফামারী উত্তরা ইপিজেড ডিপুটি ম্যানেজার খালেক মাহুমুদ। কর্মশালায় ৩০০ জন বেকার যুব সদস্যের মূল উদ্দেশ্য হচ্ছে এস ডিএফ-এর কর্ম মূল্যায়ন সহায়তা তহবীলের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা। ৭০টি সংগঠনের মোট সদস্য ১৩৭২৫ জন, প্রায় ২০ কোটি টাকা উন্নয়ন অবকাঠামো উন্নয়নে জীবিকায় সূনয়মান তহবিল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ কার্যক্রম ২০১২ সাল হতে শুরু করা হয়। টিম লিডার গোলাম মোস্তফার সভাপতিত্ত্বে কর্মশালায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, খানসামা থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, দিনাজপুর জেলা এসডিএফ (আইসিবি) মোস্তাফিজুর রহমান, খানসামা কাস্টার সিএফ তাজুল ইসলাম ও হাসান আলী প্রমুখ এসময় সোসাইটির সভাপতি এবং স্থানীয় কাস্টার সোসাইটি ও কাস্টার ফেসেলিটেটর এর নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ