সুন্দরগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটির গঠন করায় আনন্দ র্যালী
একেএম শামছুল হক সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ এ অংঙ্গ সংগঠন ছাত্রলীগের সুন্দরগঞ্জ উপজেলা ধোপাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নতুন আহবায়ক কমিটি গঠন করায় এ আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত কাল শনিবার ধোপাডাঙ্গা নতুন বাজারস্ত ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় হতে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক এসএম হাসানুর রাজা সবুর যুগ্ন আহবায়ক শ্রী সাধন কুমার, আরিফুল ইসলাম, আশাদুরজামান লাবলু, আব্দুল্লাহ আল ইলিয়াস মিলন, কার্যকারী সদস্য মিলন, আবুল কালাম, সুজন এর নেতৃত্বে আনন্দ র্যালী নতুন বাজার হয়ে ইউনিয়ন কাউন্সিল বাজার সড়ক প্রদক্ষিণ করে। পরে অস্থায়ী কার্যালয়ের সামনে আহবায়ক হাসানুর রাজা সবুরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধোপাডাঙ্গা ইউনিয়েন যুব লীগের সভাপতি সাবেক ছাত্র নেতা ফিরোজ কবি মন্ডল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তারেক আজিজ সুজন ও ধোপাডাঙ্গা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম প্রমুখ।