র‌্যাবের অভিযানে প্রায় ১৪ হাজার পিচ ইয়াবা সহ ২জন মাদক ব্যবসায়ী আটক

 

দিলিপ চৌহান, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট নজিপুর নওগাঁ সড়কের বোরলকান্দি এলাকায় মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে থেকে প্রায় ১৪ হাজার পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃতরা হলো, পতœীতলা উপজেলার হেলেঞ্চাডাঙ্গি গ্রামের মৃত কফিল উদ্দীনের দু’পুত্র হারুন অর রশিদ (৩০) ও ইউসুফ (২৫)। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানাগেছে, র‌্যাব-৫ জয়পুরহাটের সহকারী পরিচালক জহুরুল ইসলাম এর নেতৃত্বে উপ-সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক সহ সঙ্গিয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে নজিপুর নওগাঁ সড়কের বোরলকান্দি এলাকায় সড়কে দাড়িয়ে থাকা ২ ব্যক্তিকে সন্দেহ জনক তল্লাশী চালিয়ে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ১৩ হাজার ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট, নদগ ১২ হাজার ৯শ টাকা, ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড ও একটি ম্যামরী কার্ড সহ তাদেরকে আটক করে। এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলছিল বলে র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানাগেছে।

আগ্রাদ্বীগুনে রিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

দিলিপ চৌহান, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বেসরকারী এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে শুক্রবার বিকেলে আগ্রাদ্বীগুন বাজার এলাকায় হতদরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হতদরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দীন, আগ্রাদ্বীগুন ইউপি চেয়ারম্যান সালেহ আহম্মেদ, রিক নওগাঁ জোনের সিনিয়র এরিয়া ম্যানেজার আব্দুল আলিম সহ অন্যান্য সূধীজন প্রমূখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ