খালেদা জিয়ার বিচারের দাবিতে- গফরগাঁওয়ে এতিম ছাত্র-ছাত্রীদের মানববন্ধন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কর্তৃক এতিমদের টাকা আতœসাৎ করায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দিকে গফরগাঁও ষ্টেশন রোড়ে উপজেলার বিভিন্ন এতিমখানার ছাত্র-ছাত্রীদের আয়োজনে আধাঘন্টা ব্যাপী এই মানববন্ধনে ৫শতাধিক শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ জহিরুল ইসলাম, মাওলানা নূরুল ইসলাম, শিক্ষার্থী রাকিবুল হাসান, মোহাম্মদ আলী, জোনাকি আক্তার, সুমা আক্তার, তানজিন, মেহেদি হাসান ও মোস্তাফিজুর রহমান প্রমূখ।