মহেশপুরে পরকীয়া প্রেমের টানে ৩সন্তান ফেলে প্রেমিকের সাথে উধাও নাজমা খাতুন
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিমতলা গ্রামে পরকীয়া প্রেমের টানে ৩সন্তান ফেলে রেখে প্রেমিকের হাত ধরে অজনার উদ্দেশ্যে পাড়ী জমিয়েছে গৃহবধূ নজমা খাতুন।
এলাকাবাসী ও থানা সুত্রে প্রকাশ, গত ১লা ফেব্রুয়ারী উপজেলার নিমতলা গ্রামের মৃত সোরাপ মল্লিক এর পুত্র রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ নাজমা খাতুন একই উপজেলার বাউলী গ্রামের মৃত মাহাবুবুর রহমানের পুত্র মাহামুদুর রহমান রনি সাথে পালিয়ে গেছে।
রফিকুল ইসলাম জানান, রনি দুরসম্পর্কের আত্মীয় হওয়ায় সে আমাদের বাড়িতে আসাযাওয়া করত। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার আমি কাজে যাওয়ার পর সকলের অগচরে আমার বাড়ি থেকে নগত ১লক্ষ ৪৫ হাজার টাকা ও ৪ভরি স্বর্নালংকার নিয়ে রনির হাত ধরে পালিয়ে যায়। আমি ছোট ছোট ৩টি বাচ্চা সন্তান নিয়ে খুব মানবেতর জীবন যাপন করছি।
৩রা ফেব্রুয়ারী সকালে নাজমার স্বামী রফিকুল ইসলাম বাদি হয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।