মধুখালী মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়ে পুরষ্কার বিতরন
সাগর চক্রবর্ত্তী,ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ বুধবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন ব্যাপি বার্ষিক ক্রিড়া .সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন করা হয়েছে । বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলকা বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ দেলোয়ার হোসেন,পরিচালনা কমিটির সহ সভাপতি মো. শাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ ।
এ সময় অভিভাবক সদস্য, অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন ।