নান্দাইলে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে মুরাদ নামে ১ যুবক খুন।

ফয়েজ আহমেদ মামুন,

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাচনী সহিংসতায় মোরাদ হাসান ভূইয়া (১৭)  নামে এক যুবক খুন হয়েছে। গত (৩১ মে) শুক্রবার রাত ৮টার দিকে নান্দাইল সদর চার নেতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক নান্দাইল পৌর সদরের কাকচর মহল্লার তফাজ্জল হোসেন ভূইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক তার সহপাঠীদের নিয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক ভূইয়ার নির্বাচনী পোস্টার ও লিফলেট বিতরণ করতে পৌর সদরের নতুন বাজার এলাকায় যায়। এ সময় প্রতিপক্ষের কিছু যুবক তাদের কাজে বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে মোরাদ হাসান ভূঁইয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সে আহত হয়। এ সময় তার সাথে থাকা অন্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

উল্লেখ্য যে, আগামী ৫ জুন নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, এ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  তবে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত এ বিষয়ে কেউ মুখ খুলতে চায়নি।

নান্দাইল মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মজিদ জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কারা এ ঘটনার সাথে জড়িত এ বিষয়ে তদন্ত চলছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ