কিশোরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছাত্রদল-ছাত্রলীগ নেতা গ্রেফতার

শরিফুল ইসলাম, জ্যেষ্ঠ প্রতিবেদক।

কিশোরগঞ্জের হোসেনপুরে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাকবীর উদ্দিন রকিবকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ বুধবার (২২ জানুয়ারী)দুপুর ১টায় র‍্যাব-১৪ সিপিসি-২ এর এক প্রসবিজ্ঞপ্তিতে অধিনায়ক মো: আশরাফুল কবির এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব-১৪ অধিনায়ক মো: আশরাফুল কবির জানান, তাকবীর উদ্দিনের দেয়া তথ্যমতে জেলা শহরের হারুয়া ক্লাসিক গলিতে অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজবীর রায়হান বিপ্লব এর বাড়ি থেকে দেশীয় তৈরী ৮ টি ধারালো রামদা, ১ টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল ও ১টি লোহার চেইনসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় অকপটে স্বীকার করে যে, তারা এলাকায় আধিপত্য বিস্তার ও ধর্তব্য অপরাধ করবার উদ্দেশ্যে উদ্ধারকৃত মারাত্নক দেশীয় অস্ত্র দীর্ঘদিন যাবৎ বেআইনীভাবে তাদের কাছে রেখে আসতেছিল।

গ্রেফতার তাকবীর উদ্দিন রকিব(৩১) কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মানিক ফকিরের গলির মো. আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে ও তাজবীর রায়হান বিপ্লব(২৪) একই এলাকার ক্লাসিক গলির মো. ইলিয়াস মিয়ার ছেলে।

এ ঘটনায় আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ