কটিয়াদীতে পার্চিং উৎসব পালন

মোহাম্মদ নূর আলম গন্ধী(কটিয়াদী,কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিস কটিয়াদী কতৃক আয়োজিত একটি পৌরসভা সহ নয় টি ইউনিয়নের ২৮ টি ব্লকে বৃহস্প্রতিবার একযোগে পাচিং উৎসব পালিত হয়। উক্ত পার্চিং উৎসবে নিজ নিজ এলাকার সকল শ্রেণীর কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন। উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ মাঠ পর্যায়ে এ পার্চিং উৎসবের আয়োজন করেন এবং উপজেলা কৃষি অফিসার ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাঠ পর্যায়ে উক্ত কাজ সরেজমিনে মনিটরিং সহ চাষিদের সাথে মত বিনিময় ও উদ্বুদ্ধকরণ কাজে অংশগ্রহন করেন। উপজেলা কৃষি অফিসার হুমায়ূন কবীর এ প্রতিবেদককে জানান ফসলের জমিতে ক্ষতিকর পোকার আক্রমণ রুখতে সকল কৃষকগণ যদি ফসলের জমিতে ফসল রোপণের সাথে সাথে গাছের গাছের ডাল বা কঞ্চি পুঁতে দেয় তাহলে পোকা খাদক পাখি এসে উক্ত পাচিংএ বসে ফসলের পোকা ধরে খাবে এতে ফসলের জমি পোকা মুক্ত থাকবে,পাশাপাশি কীটনাশক ব্যবহার কমবে,পরিবেশ দুষণ রোধ হবে, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হবে,উৎপাদন খরচ কমবে ফলে কৃষক আর্থিকভাবে লাভবান হবেন। চলতি বোরো ফসলকে সামনে রেখে এ কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং এ কার্যক্রমকে আরও গতিশীল ও জনপ্রিয় করার লক্ষে উপজেলার সকল ব্লকে কৃষক কৃষাণীদের নিয়ে একযোগে পার্চিং উৎসব পালন করা হচ্ছে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ