রাণীনগরে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরের গোনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারিক মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি আবু সাইদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক এসএম জাকারিয়া সরল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন হোসেন প্রমুখ।#