রাঙ্গুনিয়ায় গাজী শেরে বাংলা সংসদের চিকিৎসা ক্যাম্প ও শিা সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি :  রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে ফ্রি চিকিৎসা ক্যাম্প, শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতার পুরষ্কার ও ফ্রি শিা সামগ্রী বিতরণ অনুষ্ঠান কাজী আব্দুল হামিদ শাহ (রহঃ) ঈদগাহ মাঠে শুক্রবার (২ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাইফুল করিম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আবুধাবি বঙ্গুবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল। উদ্বোধক ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীন সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী, সংগঠনটির উপদেষ্টা আব্দুল মাবুদ নঈমী, মাওলানা মোরশেদুল আলম। সাধারণ সম্পাদক ইয়াছিন আরফাত রাহুল ও সোহেল আরমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ওমান বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম, দিদারুল আলম হাসান, ইউপি সদস্য মো. নাজের, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, মুজিবুল হক হিরু, শওকত হোসেন সেতু, খোরশেদ আলম সুজন, মো. হাশেম, মো. ইলিয়াছ, নাছির উদ্দিন রিয়াজ, দিদারুল আলম, মাহবুবুল আলম, দেলোয়ার হোসেন, মো. নাজের, বশির আহমেদ, জামাল উদ্দিন, এস.এম.তারেক, আমিনুল ইসলাম, আতিকুল ইসলাম, কাজী শওকত প্রমুখ। ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান ছাড়াও কর্ণ ছেদন, ফ্রি ঔষধ বিতরণ, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড ডোনেট সদস্য সংগ্রহ করা হয়। এছাড়াও সরফভাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে ফ্রি শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ