কয়রায় আওয়ামীলীগের অফিসের জমি জবর দখলের বিরুদ্ধে থানায় অভিযোগ
কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন আওয়ামীলীগের অফিসের নামে রেজিঃকৃত জমি জবর দখল করে দোকানঘর নির্মানের নির্মানের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। খবর নিয়ে জানা গেছে আমাদী বাজার সংলগ্ন এস এ ৮৫১ নং খতিয়ানের ২০২৩ নং দাগের ২ শতক জমি বেবাদীগন জোর পূর্বক পাঁকা ঘর নির্মান করার চেষ্ঠা করছেন। অভিযোগে জানা গেছে আমাদী গ্রামের আঃ আজিজ সানা ও তার জামাতা আকরাম হোসেন সোমবার সকাল আনুঃ ৭ টার সময় কিছু লোকজন নিয়ে উল্লেখিত জমিতে কাজ শুরু করেন। এসময় স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও জমিদাতা প্রভাস চন্দ্র ঘোষ বাধা দিতে গেলে বিবাদীগন হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এসময় তিনি আমাদী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নির্মল ও থানা আ’লীগের সহ-সভাপতি রহমান সানাকে বিষয়টি মোবাইলে জানালে, নেতৃবৃন্দ তাৎক্ষনিক ভাবে উপজেলা আ’লীগের সভাপতিকে জানায় এবং লিখিত অভিযোগের পর কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের মাধ্যমে কার্যক্র বন্ধ করে দেয়। এ বিষয় জমিদাতা মুক্তিযোদ্ধা প্রভাস চন্দ্র ঘোষ জানান, ২৬ বছর আগে তার ক্রয়কৃত এবং ওয়ারেশ সুত্রে মায়ের জমি থেকে ২শতক জমি আমাদী ইউনিয়ন আওয়ামীলীগের অফিসের নামে দলিল করে দেয় এবং সে দিন থেকে উক্ত জমিতে দলের সাইনবোর্ড আছে। তিনি বলেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক সহ সকল নেতৃবৃন্দ এখানে দলীয় অফিস ঘর করার জন্য প্রস্তুতিও নিয়েছেন। স্থানীয় উপজেলা আ’লীগ নেতা আঃ রহমান সানা জানান, দলীয় অফিসের ঘর করার খবর জানতে পেরে ভূমিদস্যু ও জামাত নেতা আজিজ সানা দলের একটি অংশের সহযোগিতায় জমি জবর দখলের চেষ্টা করছেন। তবে বিবাদী আজিজ সানার সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি
কয়রায় ভান্ডারপোল কমিউনিটি কিনিকের
ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত
কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে ভান্ডারপোল কমিউনিটি কিনিকের ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় (ইউএসএআইডি)’র অর্থায়নে নবযাত্রা প্রকল্পের সামাজিক দায়বদ্ধতা কম্পোনেটের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় ভান্ডারপোল কমিউনিটি কিনিক সংলগ্ন মাঠে ভুমিদাতা মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে সারা দিন ব্যাপী কিøনিকের সেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য কমিউনিটির অংশ গ্রহনে ইন্টারফেস মিটিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিসংখ্যান অফিসার মোঃ শফিকুল ইসলামসংশ্লিষ্ট। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিঃ জন পি ব্যাপারীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচ আই মোঃ জগলুল, নবযাত্রা প্রকল্পের এফওসি আলবার্ট বসু, সুশীলন প্রকল্পের সোশ্যাল এ্যাকাউন্টিবিলিটি অর্গানাইজার মোঃ জসীম উদ্দীন শেখ ওস সিদ্ধার্থ সরকার, এফএফ বিশ্বজিৎ সহ প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য ইউপি সদস্য জনগণের দাবির প্রেক্ষিতে কিনিকের উন্নয়নকল্পে রোগী সরবরাহের জন্য একটি ভ্যান, ৫০০ লিটার পানির ট্যাংক, ল্যাট্রিন, নিরাপত্তা বেষ্টুনী মাঠ ভরাট প্রদানের অঙ্গিকার করেন। এছাড়া কিনিকটির তহবিল সৃষ্টি করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্যে থেকে সর্বমোট ৭,৯০০ টাকা প্রদানের অঙ্গিকার করেন।