সুন্দরগঞ্জে মীরগঞ্জ ব্রীজের পাইলিং কাজে অনিয়ম

এ.কেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ-মীরগঞ্জ বাজারের সংযোগ রক্ষাকারী কাটাখালের উপর নির্মিতব্য ব্রীজের পাইলিং ঢালাই কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার সুন্দরগঞ্জ-চৌধুরানী সংযোগ সড়কের মধ্যে অবস্থিত মীরগঞ্জ বাজার সংলগ্ন কাটাখালের উপর ব্রীজ নির্মাণের জন্য রংপুরের পীরগাছা উপজেলা প্রকৌশলী দরপত্র আহবান করেন। দর দাতা হিসাবে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে রাজশাহীর বোয়ালিয়া উপজেলার মেসার্স হোসেইন এন্টারপ্রাইজ কার্যাদেশ পান। এদিকে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় বাংলাদেশ সরকার ও জ্যাইকার অর্থায়নে ৩ কোটি ৫ লাখ ৯৩ হাজার ২’শ ৮৮টাকা ব্যয়ে ৮৫ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজটি নির্মাণের শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি কাজটি শুরুতেই সিডিউল অনুসরণ না করে কাজ করছেন। ব্রীজটি নির্মাণে পাইলিং ঢালাই কাজে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলীর উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত না থেকে কার্যসহকারীকে দিয়ে তদারকি করাচ্ছেন। এ নিয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মুনসুরের সাথে কথা হলে তিনি জানান, ব্রীজটি সুন্দরগঞ্জে হলেও তদারকিতে রয়েছেন পীরগাছা উপজেলা এলজিইডি। ব্রীজটির নির্মাণ তদারকীতে নিয়োজিত পীরগাছা উপজেলা প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান ঢালাই কাজে কার্যসহকারী উপস্থিত থাকলে ও দিবারাতে কাজ করলেও দোষের কিছু নেই। এব্যাপারে পীরগাছা উপজেলা প্রকৌশলী নুরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবার মুঠো ফোনের সংযোগ বিছিন্ন করেন।

সংসদ উপ-নির্বাচন
সুন্দরগঞ্জে আ’লীগ প্রার্থীকে সমর্থন দিলেন জাপার বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা
এ.কেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীকে সমর্থন দিয়েছেন জাপার বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জহুরুল সরদার উচ্চ বিদ্যালয় মাঠে জাপা প্রার্থী ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বিদ্রোহী গাইবান্ধা জেলা জাপার সদস্য উপজেলার ৫ নং দহবন্দ ইউনিয়ন জাপার সভাপতি শফিকুল ইসলাম বাদশার নেতৃত্বে দুই সহ¯্রাধিক নেতাকর্মী আ’লীগ প্রার্থী আফরুজা বারীকে ফুলের তোড়া দিয়ে সমর্থন জানান। পরে শফিকুল ইসলাম বাদশা সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আ’লীগ প্রার্থী আফরুজা বারী, তার স্বামী ড. আব্দুল্লাহেল বারী, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম মনজু, আ’লীগ নেতা দীপক কুমার বাবলু, দহবন্দ ইউনিয়ন জাপা সদস্য আব্দুস সালাম মেম্বার, রেজাউল ইসলাম, আব্দুস সবুর মন্ডল, জুলফিকার আলী সরদার চন্দন, আব্দুস সালাম প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ