কেশবপুরে ৩ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

তন্ময় মিত্র বাপী, কেশবপুর (যশোর) : ভাষা আমার গর্ব, ভাষা আমার অহংকার এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতি বছরের ন্যায় ৩ দিন ব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্র“য়ারী রাতে পাঁজিয়া বই মেলা উদযাপন কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। পাঁজিয়া বই মেলা উদযাপন কমিটির আহবায়ক ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাঁজিয়া বই মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক প্রমুখ। প্রধান অতিথি ইসমাত আরা সাদেক এমপি তাঁর বক্তব্যে বলেন, বাঙালী জাতি মাতৃভাষার জন্যে যুদ্ধ করেছিল বলে ২১ ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে। এ গৌরবোজ্জ্বল মহিমা যুগে যুগে বহুবার বাঙালী জাতি অর্জন করেছে। তিনি আরও বলেন, বই হচ্ছে অফুরন্ত জ্ঞানের ভান্ডার। বই মানুষের মনকে বিকশিত করে। এজন্যে আমাদের বই পড়ায় আগ্রহী হতে হবে। তাহলে এদেশ উন্নত দেশের মত বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ