দ্বিতীয় যুদ্ধ হলো মুক্তিযোদ্ধাদের মুখে হাসি ফোটনো-অধ্যক্ষ আহাদ চৌধুরী

নাটোর প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের সাবেক চেয়ারম্যাান ও বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেছেন, প্রথম যুদ্ধ ছিল বঙ্গবন্ধুর ডাকে দেশের স্বাধানীতার জন্য মুক্তিযুদ্ধ আর এখন দ্বিতীয় যুদ্ধ হলো মুক্তিযোদ্ধাদের মুখে হাসি ফোটানো। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোর শহরের পুরাতন বাসষ্ট্যন্ডা এলাকায় আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, কোন কিছু পাওয়ার আশায় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেননি। তার পরেও তাদের জন্য বরাদ্দ করা মাত্র তিনশ’ টাকা আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাই ১০ হাজার টাকায় উন্নিত করে মুক্তিযোদ্ধাদের সম্মানীত করেছেন। মুক্তিযুদ্ধের শক্তিকে না রাখলে দেশ ও মুক্তিযোদ্ধারা কোন কিছুই পেতে পারেনা তাই আবারও মুক্তিযুদ্ধোর স্বপক্ষে আগামীতে আবারও বর্তমান আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় আনতে কাজ করতে হবে। নাটোর জেলা মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিলের আহবায়ক মোঃ নইম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা সেলিম চৌধুরী ও মিনহাজুর রহমান, মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ শাজাহান, শেখ মোঃ আবুল হোসেন, অজিত কুমার দাস এবং সাবেক জেলা কমান্ডার মরহুম আহম্মদ হোসেন চম্পার স্ত্রী নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রতœা আহমেদ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ