জঙ্গি, ও রাজাকারদের সাথে কোন আপোস নয় – হাসানুল হক ইনু এমপি
এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট প্রতিনিধি ;গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি সাথে কোন আলোচনা নয়, বিএনপি জামাত জোট দেশের অনেক ক্ষতি করেছে। তিনি আরোও বলেন দূনীতির মামলার রায়ে বিএনপি নেত্রী বেগম খালেদা এখন জেলে সুতরাং তাদের সাথে কোন আলোচন নয়, বিএনপি এদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছেন তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা জাসদের আহবানে বুধবার ( ২১ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় স্থানীয় ডাক বাংলা মাঠে জাসদের হাতীবান্ধা উপজেলার শাখার সভাপতি মোঃ ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত এক জন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যদান কালে উপরোক্ত কথা গুলো বলেন। এতে আরও বক্তব্য রাখেন জাসদের লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম, জাসদ নীলফামার জেলা শাখার সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, পন্চগড় জেলা জাসদের সাঃ সম্পাদক মোঃ অলিয়ার রহমান, কেন্দ্রিয় সদস্য মোঃ লিয়াকত আলী, এমদাদুল হক এমদা, কুমারেশ রায় রফিকুদৌলা চান জাসদ হাতীবান্ধ উপজেলা শাখার সাঃ সম্পাদক মোঃ বজলার রহমান বজু প্রমুখ্য,
এর আগে তিনি স্থানীয় সাংবাদিকদের এক সাক্ষতকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।