কুলিয়ারচরে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রতিনিধি কুলিয়ারচর (কিশোরগঞ্জ) ঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারী মহান শহিদ ও অর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্্যাপন উপলক্ষে সরকারি, বেসরকারি,আধা সরকারি ও স্বায়িত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শহিদ মিনারে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন সহ পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। ২১ শের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল পৃথক পৃথক ভাবে পুষ্পস্থবক অর্পণ করেন । প্রভাতফেরী সহ সকল সরকারি,আধা সরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্টান ও ব্যক্তি মালিকানাধীন ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয় এবং মসজিদ মন্দির ও অন্যান্য উপসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগীতা,সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে অমর একুশে ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখতে উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ও বড়ছয়সূতী জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে ৩ দিন ব্যপী বই মেলার আয়োজন করে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ