অধ্য ড.মোস্তনিছুর রহমান উচ্চতর ডিগ্রী অর্জনে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অপ নটিংহ্যামে যোগদান

স্টাফ রির্পোটার,যশোর : যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্য ড.এম মোস্তানিছুর রহমান মাস্টার্স অপআর্টস ইন এডুকেশন লিডারশীপ এন্ড ম্যানেজমেন্ট ” মাস্টার্স ডিগ্রী অর্জনের জন্য মালয়েশিয়ার ইউনিভার্সিটি অপ নটিংহ্যামে যোগদান করেছেন।তিনি গত ১৭ ই ফেব্রুয়ারী রাত ১১:৩০ মিনিটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি এডুকশেন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় মাস্টার্স অপআর্টস ইন এডুকেশন লিডারশীপ এন্ড ম্যানেজমেন্ট ” মাস্টার্স ডিগ্রী অর্জন করবেন।
জানাযায়,১৯৯৫ সালে ড. এম মোস্তনিছুর রহমান যশোরের চৌগাছা ঐতিহ্যবাহী মৃধাপাড়া মহিলা কলেজ প্রতিষ্ঠাতা অধ্য। তিনি ২০১৭ সালে উপজেলার শ্রেষ্ট অধ্য হিসাবে নির্বাচিত হন। তিনি উপজেলার কংশারীপুর গ্রামের মৃত আকবর আলী মৃধার ছেলে। ১৯৮১ সালে চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি ও ১৯৮৩ সালে যশোর এম এম কলেজ থেকে এইচ এস সি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী পাশ করেন। ২০১০ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা ভারত থেকে এমফিল ও পিইচ ডিগ্রী অর্জন করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ