নাটোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
নাটোর প্রতিনিধি. :নাটোরে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল । এসময় তিনি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে স্থাপিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। এর আগে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিা অফিসার রমজান আলী আকন্দ ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দিঘাপতিয়া এম কে (অনার্স) কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।