জ্ঞান ও মেধা ভিত্তিক সমাজ গঠনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন – ইসরাফিল আলম এম’পি

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম বলেছেন,জ্ঞান সংগ্রহ করা এবং বিতরণ করা হচ্ছে একজন প্রকৃত শিক্ষকের কাজ। শিক্ষকরা হবে জ্ঞান তাপসি,বিনয়ের অবতার এবং ভদ্রতা ও সভ্যতার ধারক। এরাই এক সময় পুন্ডিত,শিক্ষক,মাস্টার হিসেবে পরিচিত ছিলেন। সমাজ কোন দিকে যাবে তা নির্ভর করে শিক্ষকদের উপর । সে কারণে জ্ঞান ও মেধা ভিত্তিক সমাজ গঠনে বর্তমান শেখ হাসিনার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন । বিনা মূল্যে বই বিতরণ,শিক্ষা উপ-বৃত্তিচালুসহ নানা মূখী পদক্ষেপ নিয়েছেন সরকার । তিনি আরো বলেন, মাতা-পিতার পরেই শিক্ষার্থীদের নিকট শিক্ষকের স্থান। একজন ভাল শিক্ষার্থী শিক্ষকদের অনুকরণ করে চলে তাই শিক্ষকদের বেশি বেশি সর্তকবান হতে হবে।গতকাল শুক্রবার বেলা ১১টায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাণীনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন,রাণীনগর মহিলা (অর্নাস) কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ শাহ-নেওয়াজ, এএসপি মতিয়ার রহমান,জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দীন,রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব,উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান হারুনূর রশিদ,থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা,সাধারণ সম্পাদক মফিজ উদ্দীস,সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, কলেজের পক্ষে রাণীনগর মহিলা (অনার্স) কলেজের উপাধক্ষ্য চন্দন কুমার মহন্ত, মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, সকল মাদ্রাসা প্রতিষ্ঠানের পক্ষে আল আমিন দাখিল মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার হারুনুর রশিদ ও প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে বড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সখিন উদ্দীন প্রমূখ ।#

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ